ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, অক্টোবর ৮, ২০২৫
দাকোপে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে নদী গর্ভে বিলিন

খুলনা: খুলনার উপকূলীয় দাকোপের তিলডাঙ্গা বটবুনিয়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১৫০ ফুট ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলীন হয়ে ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। পানির নীচে তলিয়ে রয়েছে প্রায় কয়েক হাজার হেক্টর রোপা আমন ধানের ক্ষেত।

ভেসে গেছে কয়েক লক্ষ টাকার পুকুরের মাছ। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ১ হাজার পরিবার। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ভাঙন কবলিত স্থানে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা অব্যহত রয়েছে।

তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. জালাল উদ্দিন গাজি জানান, চলতি অমাবস্যার গোনে ঢাকি নদীর জোয়ারের অতিরিক্ত পানির চাপে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া বাজারের পশ্চিম পাশে হরি মন্দির সংলগ্ন এলাকায় পাউবোর প্রায় ১৫০ ফুট ঝুঁকিপূর্ণ ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ঢাকি নদী গর্ভে বিলিন হয়।

বুধবার (৮ অক্টোবর) সকালে ভাটায় জিও টিউবে বালি ভরে বাঁধ আটকানো চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হওয়ায় দুপুরের জোয়ারে আবার এলাকায় পানি ঢুকছে। বর্তমানে এলাকার অনেক লোকজন দিন রাত পরিশ্রম করে বাঁধ পুনঃ নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। অতি দ্রুত বাঁধ আটকাতে না পারলে আমন ফসলসহ জনসাধারণের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম জানান, সকালে ভাঙন কবলিত স্থানে বাঁধ আটকানো চেষ্টা চলছিল কিন্তু নদীতে জোয়ারে পানি বৃদ্ধি পাওয়ায় মেরামত করা সম্ভব হয়নি। সকল প্রকার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি পরবর্তী জোয়ার আসার পূর্বে বাঁধ আটকাতে পারবো।

 

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।