নাটোরের লালপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মোছা. হাসিনা বেগম নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেওয়া করা হয়েছে।
এছাড়া একই মামলায় মো. হেলাল উদ্দিন নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন বিচারক মো. রেজাউল করিম।
দণ্ডপ্রাপ্ত হাসিনা বেগম লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের শওকত থান্দারের স্ত্রী ও হেলাল উদ্দিন একই গ্রামের নাহিদ উদ্দিনের ছেলে।
নাটোর নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়া বাংলানিউজকে জানান, ২০২০ সালের ১৫ জুন গোপন তথ্যের ভিত্তিতে লালপুর উপজেলার মোহরকয়া পূর্ব পাড়া গ্রামের হাসিনা বেগমের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে সেখানে মাদকদ্রব্য হেরোইন বিক্রিকালে মোছা. হাসিনা বেগম এবং হেলাল উদ্দিনকে ৩০ গ্রাম হেরোইন এবং হেরোইন বিক্রির নগদ টাকাসহ তাদের আটক করে পুলিশ। পরে আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ নেওয়া শেষে বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক মো. রেজাউল করিম।
এসআরএস