ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়ির বিভিন্ন বিহারে কঠিন চীবর দান উদযাপন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ১০, ২০২৫
খাগড়াছড়ির বিভিন্ন বিহারে কঠিন চীবর দান উদযাপন 

খাগড়াছড়ি: বিপুল উৎসাহ উদ্দীপনায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে খাগড়াছড়ির বিভিন্ন বিহারে চলছে কঠিন চীবর দানোৎসব।  

শুক্রবার (১০ অক্টোবর) সকালে ধর্মপুর আর্য বন বিহারে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব উদযাপন করা হয়।

 

এ কঠিন চীবর দান উপলক্ষে শুক্রবার সকাল থেকে ফুলপুজা, বুদ্ধ পুজা, দেশ জাতি তথা সব প্রাণীর হিত সুখ মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা ও পঞ্চলশীল গ্রহণের পর  বুদ্ধ মূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিখকার, কল্পতরু দান, বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানা বিধ দান ও স্বধর্ম শ্রবণ নানা অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় রয়েছে হাজার প্রদীপ প্রজ্জলন ও ফানুস উত্তোলন।

অনুষ্ঠানে রাঙামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাথের ভান্তে উপস্থিত নর-নারীদের ধর্মীয় দেশনা প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বৌদ্ধ বিহারের দেড় শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও হাজারো পুণ্যার্থী অংশ গ্রহণ করেন।

মূলত বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর শুরু হয় মাসব্যাপী এ দানোত্তম কঠিন চীবর দান। বৌদ্ধ ধর্ম মতে দানের মধ্যে শ্রেষ্ট বলে, দানোত্তম বলা হয়, এ দানের ফল অপরিসীম বলে মনে করেন বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা।

অন্যদিকে খাগড়াছড়ির অন্যতম বড় বৌদ্ধ মন্দির য়ংড বৌদ্ধ বিহার, ১ নং গরগয্যাছড়ি ধর্ম্মাক্ষুর বৌদ্ধসহ বিভিন্ন বৌদ্ধ বিহারেও কঠিন চীবর দান উদযাপন হচ্ছে।

এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।