ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নিখোঁজের ২৩ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ছাত্রের লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, অক্টোবর ১০, ২০২৫
নিখোঁজের ২৩ ঘণ্টা পর আড়িয়াল খাঁ নদে মিলল ছাত্রের লাশ ঘটনাস্থলে উৎসুক জনতা

নরসিংদী: নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে মো. তামিম মিয়া (১২) নামে এক ছাত্র নিখোঁজের ২৩ ঘণ্টা পরে লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার চর-বেলাব ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনের আড়িয়ালখাঁ নদ হতে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত মো. তামিম মিয়া বেলাব উপজেলার বেলাব ইউনিয়নের  গাঙ্গুলপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে। সে চর-বেলাব দারুল উলুম মইনুল ইসলাম হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর একটার দিকে বন্ধুদের সঙ্গে চর বেলাব ব্রিজ ঘাট ও বেলাব সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে আড়িয়াল খাঁন নদে গোসল করতে নামে তামিম। সাঁতার না জানায় এবং স্রোত বেশি থাকায় সে পানিতে ভেসে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে ভাসতে না দেখে তার সঙ্গে থাকা বন্ধুরা আশপাশের লোকজনকে ডাকতে থাকে। তারা এসে খোঁজাখুঁজি শুরু করে। পরে খবর পেয়ে বেলাবরের ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। কয়েকঘণ্টা চেষ্টা চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে যৌথভাবে অভিযান পরিচালনা করে থাকে। পরে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত অভিযান চলে। পরে তার লাশের খোঁজ না পেয়ে উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। এদিকে পরের দিন (১০ অক্টোবর) শুক্রবার সকাল ৮টা থেকে আবার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে দুপুর ১২টার দিকে তামিমের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

বেলাব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মো. মোজাম্মেল হক বলেন, আমরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে শিশুটিকে উদ্ধারে অভিযান চালাই। সকালে পুনরায় উদ্ধারকাজ পরিচালনা করা হলে বহু চেষ্টা করে আড়িয়াল খাঁ নদ থেকে শিশুটির লাশ উদ্ধার করতে সক্ষম হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।