লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইস গেট এলাকার আলী আহম্মদ মিয়ার বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১৯ অক্টোবর) ভোরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে বাজারে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাজারের ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে আসবাবপত্রের দোকান, কারখানা, কাপড়ের দোকান, মুদি দোকান, ওষুধের দোকান ও চা দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ভস্মিভূত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আমরা সর্বহারা হয়ে গেছি। আমাদের একমাত্র আয়ের উৎস দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কোনো দোকানের কিছুই অবশিষ্ট নেই।
রামগতি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) খোকন মজুমদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। রামগতি ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এসআরএস