ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতন

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (৫ ডিসেম্বর) পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বাড়লেও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৬ হাজার ২১২ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৩৫৯ ও ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।

এ দিন ডিএসইতে ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন ৩১ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে কোটি ৩১৩ লাখ ৫৬ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে ২৯৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে ২৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৫৫টির। অপরিবর্তিত রয়েছে ২২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।

আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো—বসুন্ধরা পেপার, জেনেক্স, আমরা নেটওয়ার্ক, অরিয়ন ফার্মা, অরিয়ন ইনফিউশন, নাভানা ফার্মা, লাফার্জহোলসিম, বিএসসি, অ্যাডভেন্ট ফার্মা ও অগ্নি সিস্টেম।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩১৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১২৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪২টির। অপরিবর্তিত রয়েছে ৭২টির কোম্পানির শেয়ারের দাম।

সোমবার সিএসইতে ৩ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকারস শেয়ার লেনদেন হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
এসএমএকে/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।