ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ক্রিকেটারদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে: ফিকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২
ক্রিকেটারদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে: ফিকা

মেলবোর্ন: বাংলাদেশের ক্রিকেট দলকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা করেছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েসেন (ফিকা)। কারো রাজনৈতিক ও অন্য কোন উদ্দেশ্য চরিতার্থ করতে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া উচিৎ হবে না বলে মন্তব্য করেছে অ্যাসোসিয়েশন।



ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েসন অব বাংলাদেশ (সিডব্লুএবি) ও খেলোয়াড়দের এই সর্বোচ্চ অ্যাসোসিয়েশন ফিকার পূর্ণ সদস্য। ফিকা জানায়, ‘কোথাও কোন সিরিজ শুরু করার জন্য খেলোয়াড়দের নিরাপত্তার দিকটি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিৎ। ’

ফিকা জানায়, বাংলাদেশের পাকিস্তান সফরের সিদ্ধান্তটি স্বচ্ছতার মধ্য দিয়ে হওয়া উচিৎ। দুর্ভাগ্যজনকভাবে তেমন প্রক্রিয়ার অভাব লক্ষ্য করা যাচ্ছে। এজন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি একেক সময় একেক ধরণের বক্তব্য দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১২

এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।