ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সাত উইকেটে জয়ী চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২
সাত উইকেটে জয়ী চেন্নাই

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তারা সাত উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।



রাজস্থান রয়্যালস ইনিংস: ১৪৬/৪ (ওভার ২০)
চেন্নাই সুপার কিংস ইনিংস: ১৪৭/৩ (ওভার ২০)
ফল: চেন্নাই সাত উইকেটে জয়ী

এমএ চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি দুই উদ্বোধনী ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও আজিঙ্ক্য রাহানে। দলীয় ৫০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার। রাহানেকে (১৫) অশ্বিন ও দ্রাবিড়কে (২৬) প্যাভিলিয়নে ফেরান জাকাতি।

শেষপর্যন্ত ওয়াইস সাহর ৫২ ও অশোক মানারিয়ার ৩৬ রানের সুবাদে চার উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৪৬ রান করে শিল্পা শেঠীর দল রাজস্থান।

জবাবে তিন উইকেট হারিয়েই গন্তব্যে পৌঁছায় চেন্নাই সুপার কিংস। সবচেয়ে বেশি ৭৩ রান করেন ডু প্লেসিস। ৫২ বল খেলে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ২৬ রান করেন সুরেশ রায়না।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১২

সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।