ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবারও (২৬ এপ্রিল) পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এনিয়ে টানা তিন কার্যদিবস সূচকের উত্থান হলো।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই- ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৯ ও ২২১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ৫২ কোটি টাকা বেড়েছে। আগের দিন ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে ৩৪৮টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টি কোম্পানির, কমেছে ৭২টি এবং অপরিবর্তিত রয়েছে ২১২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দর।
এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো: ইউনিক হোটেল, ইস্টার্ন হাউজিং, অলিম্পিক, আমরা নেটওয়ার্কস, এপেক্স ফুট, সী পার্ল, জেনেক্স, নাভানা ফার্মা, শাইনপুকুর সিরামিক ও জেমেনী সী ফুড।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৪টির, কমেছে ৪৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৭২টির কোম্পানির শেয়ার দর।
বুধবার সিএসইতে ৯ কোটি ৬৭ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় দেড় কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ১১ কোটি ৩ লাখ টাকার।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসএমএকে/আরআইএস