ঢাকা: পুঁজিবাজারে ক্রান্তিকাল চলছে এই অবস্থা থেকে উত্তোলনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে পাঁচটি প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) ঢাকা ক্লাবে প্রাক বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রস্তাবনাগুলো তুলে ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
তিনি বলেন, পুঁজিবাজারে ক্রান্তিকাল চলছে। বাজার যাতে অনুকূলে আসে আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।
ডিএসইর এই পাঁচ প্রস্তাবনার মধ্যে আছে- স্টক এক্সচেঞ্জের সদস্যদের কাছে থেকে উৎসে কর সংগ্রহের হার হ্রাস করা, উৎসে লভ্যাংশ আয়ের ওপর কর সম্পূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তি হিসেবে বিবেচনা করা এবং লভ্যাংশ প্রাপ্তির প্রথম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কর ছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার হ্রাস, তালিকাভুক্ত বন্ড থেকে অর্জিত আয় বা সুদের ওপর কর অব্যাহতি এবং স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত লেনদেন থেকে মূলধনি মুনাফার ওপর নতুন করে কর আরোপ না করা।
বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২৮, ২০২৪
এসএমএকে/এফআর