ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

তিন কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
তিন কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। স্থানান্তরকৃত কোম্পানি তিনটি হচ্ছে সিভিও পেট্রো ক্যামিকেল, মডার্ন ডায়িং এবং রহিমা ফুড লিমিটেড।



নানাভাবে সতর্ক করার পরও অত্যন্ত দুর্বল মৌলের এ সব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে ডিএসই। বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিএসই সূত্র এ তথ্য দিয়েছে।

কোম্পানি তিনটির মধ্যে সিভিও পেট্রো ক্যামিকেল ও রহিমা ফুড লিমিটেড ‘এ’ ক্যাটাগরি, মডার্ন ডাইয়িং ‘বি’ ক্যাটাগরিভূক্ত ছিল।

এখন থেকে নতুন সিদ্ধান্তের ফলে কোম্পানিগুলোর শেয়ারের লেনদেন টি+৩ এর পরিবর্তে টি+৯ অনুসারে নিষ্পত্তি হবে। টি+৩ অনুসারে লেনদেনকৃত শেয়ার লেনদেনের চতুর্থ দিনে নিষ্পত্তি হয় অর্থাৎ একজন বিনিয়োগকারী শেয়ার বিক্রির চতুর্থ দিনে তার টাকা বুঝে পান।

একইভাবে কেউ শেয়ার কিনলে তিনিও ওই শেয়ার বুঝে পান চতুর্থ দিনে। কিন্তু টি+৯ এর ক্ষেত্রে টাকা বা শেয়ার বুঝে পেতে হয় ১০ম কর্মদিবসে।
 
তবে মঙ্গলবার অবধি যারা কোম্পানি তিনটির শেয়ার কেনাবেচা করেছেন তাদের লেনদেনের নিষ্পত্তি টি+৩ অনুসারেই হবে বলে ডিএসই সূত্র জানিয়েছে।

এ ছাড়া ডিএসই কর্তৃপক্ষ আরও কয়েকটি কোম্পানির লেনদেন পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। পর্যবেক্ষণে সমস্যা ধরা পরলে তাদের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।

প্রসঙ্গত, স্থানান্তরকৃত কোম্পানি তিনটির উৎপাদন কার্যক্রম ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় ‘সেটেলমেন্ট অব স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রেগুলেশন, ১৯৯৮’র ৪ ধারা অনুযায়ী কোম্পনীগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর/সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।