ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শেষ কার্যদিবসে সূচকে মিশ্র প্রবণতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
শেষ কার্যদিবসে সূচকে মিশ্র প্রবণতা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শুরু হয়েছে।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পায়।

এর পাঁচ মিনিট পর ১০টা ৪০ মিনিটে সূচক প্রায় ১ পয়েন্ট কমে যায়। এরপর সূচক আবার বৃদ্ধি পেতে থাকে। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৭ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৯ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক ২৩ পয়েন্ট  বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ২৫৭ পয়েন্টে।
 
এদিকে, ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৪৭৩ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৪৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে ১৭ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৪৩টির, কমেছে ২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- জেনারেশন নেক্সট, প্যারামাউন্ট টেক্সটাইল, এস আলম কোল্ড, ফ্যামিলি টেক্সটাইল, আরগন ডেনিমস, গোল্ডেন সন, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনিং, সেন্ট্রাল ফার্মা এবং ওসমানিয়া গ্লাস।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৮ হাজার ৩৩৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে ১০ হাজার ৭০৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৩ হাজার ২০২ পয়েন্টে অবস্থান করে।
 
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।