ঢাকা, বৃহস্পতিবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

শেয়ারবাজার

ব্রাক ব্যাংকের রাইট অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, জানুয়ারি ১৫, ২০১৪
ব্রাক ব্যাংকের রাইট অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রাক ব্যাংক কর্তৃপক্ষকে বাজারে রাইট শেয়ার ছেড়ে মূলধন সংগ্রহের আবেদন অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫০৫তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
বিএসইসি’র মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ব্র্যাক ব্যাংক ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২৮৮টি সাধারণ শেয়ারের বিপরীতে ২‍ঃ১আর অনুপাতে অর্থাৎ, ২টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার নিতে পারবে বিনিয়োগকারীরা। ফেসভ্যালু ১০ টাকার সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
 
রাইট শেয়ারের মাধ্যমে ব্রাক ব্যাংক ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা সংগ্রহ করবে।
 
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পরিশোধিত মূলধন বাড়াতে ব্র্যাক ব্যাংক এ অর্থ সংগ্রহ করবে।
 
এ কোম্পানির রাইট ইস্যুর ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে ‘এএএ’ কনসালট্যান্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যাডভাইজারস লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।