ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা

ঢাকা: বেসরকারি ইউনিয়ন ব্যাংকের শেয়ার হস্তান্তরে স্থিতাবস্থা দিয়েছেন হাইকোর্ট।
 
বিচারপতি রেজাউল হাসানের একক বেঞ্চ ছয় মাসের জন্য ওই স্থিতাবস্থা দেন।


 
ব্যাংকটি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মালিকানাধীন।
 
জাতীয় পার্টির (জাফর আহমেদ) মহাসচিব গোলাম মসীহ’র করা এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেন।
 
আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ।
 
পরে তিনি সাংবাদিকদের বলেন, ব্যাংকের শেয়ার হস্তান্তরে আদালত স্থিতাবস্থা দিয়েছে। কিন্তু ব্যাংকের কার্যক্রম চলতে বাধা থাকবে না।
 
আখতার হামিদ বলেন, ২০১৩ সালের ৭ মার্চ নিবন্ধন পায় ইউনিয়ন ব্যাংক। ওই সময় এরশাদ ব্যাংকের ৬ শতাংশ শেয়ার এবং ৬ কোটি ৩৩ লাখ টাকার ক্যাশ প্রিমিয়াম গোলাম মসীহকে দেওয়া হবে বলে চুক্তি করেছিলেন। কিন্তু এরশাদ সেই চুক্তি ভেঙে ব্যাংক থেকে মসীহকে বের করে দেন। এরপর গোলাম মসীহ এরশাদকে উকিল নোটিশ দেয়।
 
পরে আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার উক্ত আদেশ দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।