ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

অ্যাসোসিয়েশন গঠন করবে ডিএসই ব্রোকাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
অ্যাসোসিয়েশন গঠন করবে ডিএসই ব্রোকাররা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য কোম্পানি ব্রোকার হাউজগুলোকে নিয়ে একটি অ্যাসোসিয়েশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসই’র তালিকাভুক্ত মোট ২৫০টি ব্রোকারেজ হাউজ রয়েছে।


 
বুধবার ডিএসই’র ট্রেক হোল্ডারস ক্লাবে এক সভায় এ অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
সভায় ডিএসই’র সভাপতি আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর অধীনে  ‘ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ নামের একটি সংগঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
 
এ জন্য আহসানুল ইসলাম টিটুকে অহ্বায়ক করে ১৫ (পনের) সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।