ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ব্যাংকিং খাতের প্রাধান্যে ইতিবাচক সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
ব্যাংকিং খাতের প্রাধান্যে ইতিবাচক সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসইতে লেনদেনের প্রথম আধঘণ্টায় ব্যাংকিং খাতের শেয়ারের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

বেলা ১১টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে ৬টিই ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান।
 
এদিন লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়। এরপর সূচক একটানা বৃদ্ধি পেতে থাকে। ১০টা ৪০ মিনিটে সূচক ৩৪ পয়েন্ট, ১০টা ৪৫ মিনিটে সূচক ৩৫ পয়েন্ট বৃদ্ধি পায়।

এরপর সূচক বৃদ্ধির প্রবণতা কমতে থাকে। ১০টা ৫০ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট, ১০টা ৫৫ মিনিটে সূচক প্রায় ৩৩ পয়েন্ট বৃদ্ধি পায়।

বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৪ হাজার ৮৫৭ পয়েন্টে।
 
অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৬৭৪ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ৯৮৩ পয়েন্টে।
 
এ সময় পর্যন্ত ডিএসইতে ১৪৪টি প্রতিষ্ঠানের দাম বৃদ্বি পেলেও সাধারণ সূচক বৃদ্ধি পেয়েছে মাত্র ৩০ পয়েন্ট। লেনদেন হয়েছে ১০৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
 
ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৪৪টির, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দাম।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পদ্মা অয়েল, এবি ব্যাংক, ইউনাইটেড এয়ার ও আরএকে সিরামিকস।
 
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৬৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৫৫৭ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১১৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৬৫২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১০২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৫ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করে।
 
এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৭ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
 
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।