ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শেয়ারবাজার

এএফসি অ্যাগ্রোর লিস্টিং অনুমোদন করেছে ডিএসই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
এএফসি অ্যাগ্রোর লিস্টিং অনুমোদন করেছে ডিএসই

ঢাকা: এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেডের তালিকাভুক্তির প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।  

 

সম্প্রতি ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।

 

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে বাজারে শেয়ার ছেড়েছে। আইপিও’র মাধ্যমে কোম্পানিটি বাজারে থেকে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে মোট ১২ কোটি টাকা সংগ্রহ করেছে।

 

চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্ধবার্ষিক আর্থিক বিবরণী অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দমমিক ০১ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ দশমিক ১০ টাকা।

 

এএফসি অ্যাগ্রোর ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড ও সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।  

 

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।