ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জেনারেশন নেক্সটের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
জেনারেশন নেক্সটের রাইট শেয়ারের প্রস্তাব অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত জেনারেশন নেক্সট কোম্পানির রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২‍ঃ৩ হারে রাইট শেয়ার দেওয়ার প্রস্তাব করেছে। অর্থাৎ এ কোম্পানির শেয়ারহোল্ডাররা প্রতি তিনটি শেয়ারের বিপরীতে দুইটি রাইট শেয়ার নিতে পারবে।
 
তবে এ প্রস্তাবের পক্ষে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন প্রয়োজন।
 
এ কোম্পানিটি বাজারে মোট ১১ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৪০০টি রাইট শেয়ার ছেড়ে মোট ১১২ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার টাকা উত্তেলন করবে। রাইট শেয়ার ছেড়ে কোম্পানির পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির পরিশোধিত মূলধন বাড়াবে।
 
রাইট শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ১০ টাকা। তবে কোনও প্রিমিয়াম ধার্য করা হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।