ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে সূচক ও লেনদেন সামান্য বেড়েছে। গত সপ্তাহে ডিএসই লেনদেন বেড়েছে মাত্র ১ দশমিক ৫৩ শতাংশ।


 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) বেড়েছে ৯১ দশমিক ৯২ পয়েন্ট, ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২২ দশমিক ০৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ৫৬ পয়েন্ট।
 
এদিকে সিএসই’র সকল সূচক বাড়লেও কমেছে লেনদেন। সিএসসিএক্স সূচক বেড়েছে ১৫৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক বেড়েছে ৩৬০ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক বেড়েছে ২৪০ পয়েন্ট।   এছাড়া গত সপ্তাহে সিএসইতে লেনদেন কমেছে ৩৭ লাখ ২৮ হাজার ৪০২ টাকা।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৭৫৩ দশমিক ১৭ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৪ হাজার ৮৪৫ দশমিক ০৯ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) বেড়েছে ৯১ দশমিক ৯২ পয়েন্ট বা ১ দশমিক ৯৩ শতাংশ।
 
অন্যদিকে, সপ্তাহজুড়ে ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৫৬ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ২২ দশমিক ০৯ পয়েন্ট বেড়েছে।
 
এদিকে, গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৯ হাজার ৩৬৬ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৯ হাজার ৫২৩ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক বেড়েছে ১৫৭ পয়েন্ট বা ১ দশমিক ৬৬ শতাংশ।
 
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসই’র সূচকে মিশ্র প্রবণতা ছিল। এছাড়া বেড়েছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বেড়েছে ১ দশমিক ৫৩ শতাংশ। লেনদেন হয়েছে মোট তিন হাজার ৬৬৪ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার ৪৭৭ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৬০৯ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ২৮৮ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৯টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত ছিল ১১টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৪০টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত ছিল ১৪টির দাম। কোনো লেনদেন হয়নি ১টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসের ডিএসই’র দৈনিক গড় লেনদেন বেড়েছে। গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন দাঁড়ায় ৭৩২ কোটি ৯১ লাখ ০৭ হাজার ৪৯৫ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল ৭২১কোটি ৮৬ লাখ ৯২ হাজার ৬৫৮ টাকা। অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বেড়েছে ১ দশমিক ৫৩ শতাংশ।
 
ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ৮৭ কোটি ৫ লাখ ৯০ হাজার ২৩৩টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ৮৬ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৮৪৮টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বেড়েছে ০ দশমিক ৭৭ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানি হলো- আলহাজ টেক্সটাইল (১৮ দশমিক ৩৭ শতাংশ দাম বেড়েছে), দেশ গার্মেন্টস (১৭ দশমিক ৭৬ শতাংশ), বিডিকম অনলাইন (১২ দশমিক ৯৪ শতাংশ), লিন্ডে বাংলাদেশ (১২ দশমিক ১৭ শতাংশ), বাটা সু (১১ দশমিক ৯৫ শতাংশ), রেনেটা (১১ দশমিক ২৫ শতাংশ), ইস্টার্ন ব্যাংক (১১ দশমিক ১৮ শতাংশ), ঢাকা ব্যাংক (১০ দশমিক ৮৫ শতাংশ), বাংলাদেশ সাবমিরন কেবল (১০ দশমিক ৭২ শতাংশ) এবং পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (১০ দশমিক ৬১ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- জিএসপি ফিন্যান্স (১৭ দশমিক ১৩ শতাংশ দাম কমে), মেঘনা কনডেন্স মিল্ক (১১ দশমিক ৬৩ শতাংশ), আরগন ডেনিমস (১১ দশমিক ২২ শতাংশ), অ্যাপোলো ইস্পাত (১০ দশমিক ৯০ শতাংশ), অলটেক্স ইন্ডাস্ট্রিজ (১০ দশমিক ৫৯ শতাংশ), এস আলম কোল্ড রোল স্টিল (১০ দশমিক ৫৩ শতাংশ), জেনারেশন নেক্সট (৮ দশমিক ২৯ শতাংশ), মিরাকেল ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ২৪ শতাংশ), কহিন‍ূর কেমিকেল (৮ দশমিক ১২ শতাংশ) এবং জিপিএইচ ইস্পাতি (৭ দশমিক ৯৭ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।