ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মতিন স্পিনিংয়ের আইপিওতে সাড়ে ছয়গুণ আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪
মতিন স্পিনিংয়ের আইপিওতে সাড়ে ছয়গুণ আবেদন

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া মতিন স্পিনিং কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাড়ে ছয়গুণ আবেদন জমা পড়েছে। ফলে কোম্পানিটির মোট ১২৬ কোটি টাকার বিপরীতে ৮৩১ কোটি টাকার আবেদন জমা পড়েছে।



কোম্পানির ম্যানেজার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইপিও লটারি অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি বাজারে মোট ৩ কোটি ৪১ হাজার সাধারণ শেয়ার ছেড়ে মোট ১২৬ কোটি ১৭ লাখ টাক‍া উত্তোলন করবে। ১০ টাকা ফেস ভ্যালুতে ২৭ টাকা প্রিমিয়ামসহ মোট ৩৭ টাকায় ইস্যু করতে হবে এ কোম্পানির শেয়ার। উত্তোলিত অর্থ কোম্পানিটি বিদ্যমান প্রকল্পগুলোর সম্প্রসারণ এবং আইপিও খাতে ব্যয় করবে।
 
গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থ বছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ৪৩ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ৩৫ টাকা ৭৩ টাকা।
 
এ কোম্পানির ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করবে আইডএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।