ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪
পুঁজিবাজার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির

ঢাকা: শেয়ারবাজার কারসাজি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ময়মনসিংহের বিশেষ জজ (জেলা জজ) হুমায়ুন কবিরকে নিয়োগ দিয়েছে সরকার।
 
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
আইন মন্ত্রণালয় গত ৭ জানুয়ারি পুঁজিবাজারসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রজ্ঞাপন জারি করে। পরবর্তী সময়ে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ট্রাইব্যুনালের বিচারক হিসেবে ময়মনসিংহের বিশেষ জজ (জেলা জজ) হুমায়ুন কবিরকে নিয়োগ দেয়।
 
১৯৯৬ ও ২০১০ সালে পুঁজিবাজার ধসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দায়েরকৃত ১৭টি মামলার দ্রুত নিষ্পত্তি করতেই এ বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ১৯৯৬ সালের পুঁজিবাজার কেলেঙ্কারির অভিযোগে দায়েরকৃত ১৫টি মামলা দীর্ঘ ১৭ বছর ধরে ঝুলে আছে।

এরপর ২০১০ সালের ভয়াবহ ধসের পর জড়িতদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। এ সব মামলায় মোট ৪০ জন অভিযুক্ত রয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।