ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

শিপিং কর্পোরেশনকে শুনানিতে তলব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪
শিপিং কর্পোরেশনকে শুনানিতে তলব

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) কোম্পানিকে শুনানিতে তলব করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

৯ মার্চ বেলা ১১টায় বিএসইসির কার্যালয়ে  (এনফোর্সমেন্ট) অনুষ্ঠিত শুনানিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিবকে অংশ নিতে বলা হয়েছে।


 
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া কোম্পানির অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে কমিশনে দাখিল করার কথা ছিল। কিন্তু দাখিল না করায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, সকল পরিচালক ও সচিব বা তাদের অনুমোদিত প্রতিনিধিদের শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ২২ ধারা অনুসারে সংশ্লিষ্টদের শুনানিতে তলব করা হয়েছে।
 
এ ছাড়া কেন তারা সিকিউরিটিজ আইন লঙ্ঘন করেছেন, এর লিখিত ব্যাখ্যাও চেয়েছে বিএসইসি। একই সঙ্গে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির পরিচালকদের তালিকাও আনতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।