ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ইএফটি পদ্ধতিতে টাকা লেনদেনে আরও সময় চায় ব্রোকাররা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
ইএফটি পদ্ধতিতে টাকা লেনদেনে আরও সময় চায় ব্রোকাররা

ঢাকা: ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতি টাকা লেনদেন করতে আরও ছয় মাস সময় চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউজগুলো।
 
সম্প্রতি ডিএসইকে বিষয়টি অবহিত করেছে ব্রোকারেজ হাউজগুলো।

ডিএসইও এ সংক্রান্ত তথ্য পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) জানিয়েছে।
 
গত ২ জানুয়ারি ইএফটি পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে ডিএসইকে চিঠি দেয় বিএসইসি। এরই আলোকে ব্রোকারদের সঙ্গে আলোচনা করেছে ডিএসই। এরইমধ্যে ব্যাংকের নির্দেশনা অনুসারে সদস্যভুক্ত ব্রোকার হাউজগুলো ডিএসই’র সেটেলমেন্ট সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ক্রয়ের সক্ষমতা অর্জন করেছে।
 
গত ২৭ জানুয়ারি ডিএসই’র সকল ট্রেকহোল্ডারদের বিও হিসাব হালনাগাদকরণ ও ইএফটি পদ্ধতি বাস্তবায়নের বিষয়ে চিঠি দেওয়া হয়। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ডিএসই’র অধিকাংশ ব্রোকার লিখিত ও মৌখিকভাবে জানিয়েছে, ইএফটি পদ্ধতি বাস্তবায়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তবে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে আরও ৬ মাস সময় লাগতে পারে।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।