ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মূলধনে ঘাটতি থেকেও দাম বাড়ছে সমতা লেদারের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪
মূলধনে ঘাটতি থেকেও দাম বাড়ছে সমতা লেদারের

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সমতা লেদার কোম্পানির মূলধন ঘাটতি থাকলেও (ওয়ার্কিং ক্যাপিটাল) কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। তবে এর পেছনে কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি কোম্পানিটির পরিচালনা পর্ষদ।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবারে কোম্পানি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
 
জানা যায়, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয় ডিএসই। কিন্তু শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি কোম্পানি কর্তৃপক্ষ।
 
কোম্পানিটি আরো জানিয়েছে, সম্প্রতি কোম্পানিটির কোনো আর্থিক উন্নতি অর্জিত হয়নি। এমনকি কোম্পানিটি এখনো মূলধন ঘাটতিতে রয়েছে। কোম্পানি কর্তৃপক্ষ এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি যার কারণে শেয়ার দর অস্বাভাবিকহারে বৃদ্ধি পেতে পারে।
 
গত এক মাসে এ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ টাকা। গত ২৪ ফেব্রুয়ারি এ কোম্পানির শেয়ার ২৫ টাকায় বিক্রি হয়। এরপর শেয়ার দর ওঠা-নামা করতে থাকে। কিন্তু গত ৯ মার্চের পর থেকে এ কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে। ২৪ মার্চ এ কোম্পানির শেয়ার প্রায় ২৬ টাকায় লেনদেন হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।