ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসই’র লেনদেনে কারিগরি ত্রুটির ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
ডিএসই’র লেনদেনে কারিগরি ত্রুটির ব্যাখ্যা চেয়েছে বিএসইসি

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববারের লেনদেনে কারিগরি ত্রুটির ব্যাখ্যা চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য তদন্ত কমিটি গঠন করার নিদের্শ দিয়েছে সংস্থাটি।

তবে প্রতিবেদন দাখিলের কোনো সময় বেধে দেয়নি বিএসইসি।
 
বিএসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশন মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
 
ডিএসই কার্যালয় পরিদর্শন করার পর তিনি বলেন, সার্ভারে ব্রোকারেজ হাইজগুলোর একসঙ্গে লগইনের কারণে এ ত্রুটি দেখা দিতে পারে। তবে ঠিক কি কারণে এ ত্রুটি দেখা দিল তা তদন্ত করে বিএসইসি’র কাছে একটি প্রতিবেদন জমা দিতে ডিএসই’কে মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।
 
এ বিষয়ে ডিএসই’র মহাব্যবস্থাপক ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম খায়রুজ্জামান বলেন, নেটওর্য়াকিং সমস্যার কারণে লেনদেন সাময়িকভাবে বন্ধ ছিল। এর পর বিএসইসি’র কর্মকর্তারা ডিএসই পরিদর্শন করেছে এবং এবিষয়ে একটি প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।