ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দর কমার শীর্ষে রেনইউক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
দর কমার শীর্ষে রেনইউক

ঢাকা: প্রকৌশল খাতের রেনইউক যজ্ঞেশ্বর কোম্পানি লিমিটেডের শেয়ার দর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সবচেয়ে বেশি কমেছে।

এদিন কোম্পানির প্রতি শেয়ারের দর কমেছে ৩৭ টাকা ৪০ পয়সা বা ৮ দশমিক ৬০ শতাংশ।

দিনভর এর শেয়ার দর ৩৯৭ টাকা ৪০ পয়সা থেকে ৪০০ টাকায় ওঠানামা করে। সর্বশেষ লেনদেন হয় ৩৯৭ টাকা ৪০ পয়সায়।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

এছাড়া দাম কমার দ্বিতীয় অবস্থানে ছিল ইস্টার্ন ক্যাবলস। কোম্পানির শেয়ার দর ৮ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ১২ শতাংশ কমে সর্বশেষ লেনদেন হয় ১৪২ টাকায়। দিনভর এ শেয়ারের দর ১৪১ টাকা ৫০ পয়সা থেকে ১৫৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

এরপর দর কমার তৃতীয় স্থানে ছিল বিডি বিল্ডিং, চতুর্থ এমারেল্ড অয়েল, পঞ্চম এমবি ফার্মা, ষষ্ঠ ডেল্টা লাইফ, সপ্তম বিডি অটোকার, অষ্টম ম্যারিকো, নবম প্যারামাউন্ট টেক্সটাইল এবং দশম স্থানে ছিল বরকতুল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস লিমিটেড।

বাংলাদেশ সময় : ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।