ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সহযোগী কোম্পানি করবে ফারইস্ট লাইফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪
সহযোগী কোম্পানি করবে ফারইস্ট লাইফ

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে।
 
এজন্য প্রতিষ্ঠানটির নাম নির্ধারণ করা হয়েছে ‘ফারইস্ট ইসলামী প্রোপার্টিজ লিমিটেড’।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
জানা যায়, সহযোগী কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১০ কোটি টাকা। এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু হবে ১০ টাকা।
 
পরিশোধিত মূলধনের ৫১ শতাংশের মালিক হবে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। সে হিসেবে কোম্পানিটি ৫ কোটি ১০ লাখ টাকা দেবে।
 
এছাড়া ৪৯ শতাংশ বা ৪ কোটি ৯০ লাখ টাকা অন্য উদ্যোক্তাদের কাছ থেকে সংগ্রহ করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।