ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এবি ব্যাংকের বন্ড অনুমোদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
এবি ব্যাংকের বন্ড অনুমোদন

ঢাকা : ব্যাংকিং খাতের এবি ব্যাংককে ২৫০ কোটি টাকা আকারের বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার কমিশনের (বিএসইসি) ৫২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বন্ড ইস্যুর মাধ্যমে এবি ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে ব্যাসেল-টু-এর শর্ত পূরণ, টায়ার ২ মূলধন বৃদ্ধি, ব্যাংকের চলতি প্রবৃদ্ধি বজায় রাখা ইত্যাদি কাজে ব্যয় করবে।

QUIZ_July_02

এতে জানানো হয়, বন্ডটির বৈশিষ্ট হলো নন-কনভারটেবল সাবঅর্ডিনেটেড বন্ড অর্থাৎ যা শেয়ারে রূপান্তর করা যাবে না। ৭ বছর মেয়াদী আন-সিকিউরড সাব-অর্ডিনেটেড বন্ড। এর কুপন রেট ১১ থেকে ১৩ শতাংশ। এছাড়া বন্ডটি সাত বছরে সম্পূর্ণ পুনরুদ্ধার হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্ডটি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ক্রয় করতে পারবে। বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক কোটি টাকা।

বাংলাদেশ সময় :  ১২০২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।