ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক কমলেও লেনদেন বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ৩, ২০১৪
সূচক কমলেও লেনদেন বেড়েছে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

রোজায় দেশের উভয় শেয়ারবাজারে লেনদেনের সময় একঘণ্টা কমানো হয়েছে।



সাধারণত সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলে।

তবে রোজায় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেন চালুর সিদ্ধান্ত নেয় ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

মঙ্গলবার ব্যাংক হলিডে থাকার কারণে শেয়ারবাজার বন্ধ ছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে নেমে আসে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ০২ পয়েন্টে স্থির হয়।


লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৭টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অ্যাপোলো ইস্পাত, আলহাজ টেক্সটাইল, ইউনাইটেড এয়ারওয়েজ, গ্রামীণফোন, বিএসসি, প্রিমিয়ার ব্যাংক, লাফার্জ সুরমা, ন্যাশনাল ব্যাংক ও বিডি থাই।

লেনদেন হয়েছে মোট ২৬১ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২৪৭ কোটি ৮৫ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৩৯ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ১২ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৫০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য বেড়ে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৬৩০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য কমে এক হাজার ০৯ পয়েন্টে স্থির হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ০২ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪৭৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৫৩ পয়েন্ট কমে ১১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৬৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ২৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল মোট ২০ কোটি ৩৮ লাখ টাকা।                  

বাংলাদেশ সময় : ১১০৯ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৪১ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।