ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহের দ্বিতীয় দিনও কমলো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
সপ্তাহের দ্বিতীয় দিনও কমলো সূচক

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ কমেছে। আগের কার্যদিবস রোববারও সূচক ও লেনদেন উভয়ই কমেছিল।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৬০৩ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮২টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দাম।

লেনদেন হয় মোট ১৯১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ২১৫ কোটি ১৯ লাখ টাকা।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, বিএসসি, অ্যাপোলো ইস্পাত, সালভো কেমিক্যাল, জেনারেশন নেক্সট, বিডি বিল্ডিং, পেনিনসুলা, গ্রামীণফোন, বিডি থাই ও ফেডারেল ইন্স্যুরেন্স।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে ৪ হাজার ৩৯৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্ট হয়।

দুপুর পৌনে ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৬০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৫৩ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪৯ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪৩ পয়েন্ট কমে ১১ হাজার ১৬১ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৯টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

লেনদেন হয় মোট ১৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৯ কোটি ২৫ লাখ টাকা।                  

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৪৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।