ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিএসইসিতে বিভিন্ন পদে রদবদল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০১৪
বিএসইসিতে বিভিন্ন পদে রদবদল

ঢাকা: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে দুই কমিশনার, পরিচালক ও উপ-পরিচালক পদের কর্মকর্তাদের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।


 
সম্প্রতি বিএসইসির প্রশাসন বিভাগের পরিচালক মোহাম্মদ আবুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
 
আদেশ অনুযায়ী কমিশনার মো. আমজাদ হোসেন ও আরিফ খান নতুন দায়িত্ব পেয়েছেন।
 
আমজাদ হোসেন ইতোপূর্বে বিএসইসির সার্ভিলেন্স, এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগ দেখভাল করতেন। বর্তমানে তিনি সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব ইন্টারমিডিয়ারিস (এসআরআই) বিভাগ দেখভাল করবেন। এছাড়া আগের এনফোর্সমেন্ট ও রেজিস্ট্রেশন বিভাগও তিনি দেখাশুনা করবেন।
 
অপরদিকে, আরিফ খান ইতোপূর্বে বিএসইসির ক্যাপিটাল ইস্যু, এসআরআই, সুপারভিশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট ইস্যুয়ার অ্যান্ড কোম্পানিজ (এসআরএমআইসি), করপোরেট ফিন্যান্স ডিপার্টমেন্ট (সিএফডি) ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগ দেখভাল করতেন। এখন তিনি সার্ভিলেন্স বিভাগ দেখভাল করবেন। এছাড়া আগের ক্যাপিটাল ইস্যু, এসআরএমআইসি, সিএফডি ও অফিস অব দ্য চিফ অ্যাকাউনট্যান্ট বিভাগও তিনি দেখাশোনা করবেন।
 
এদিকে বিএসইসির পরিচালকদের মধ্যে মোহাম্মদ শফিউল আজমকে সার্ভিলেন্স থেকে রেজিস্ট্রেশন বিভাগে, পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে এসআরআই থেকে সার্ভিলেন্স বিভাগে, পরিচালক শেখ মাহবুব-উর রহমানকে রেজিস্ট্রেশন থেকে এসআরআই বিভাগে, পরিচালক মোহাম্মদ আবুল হাসানকে এনফোর্সমেন্ট ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন থেকে পূর্ণাঙ্গভাবে প্রশাসন ও অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
 
এছাড়া বিএসইসির উপ-পরিচালকদের মধ্যে মো. ইউসুফ ভুঁইয়াকে রেজিস্ট্রেশন থেকে এনফোর্সমেন্ট বিভাগে, উপ-পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদকে প্রশাসন ও অর্থ থেকে রেজিস্ট্রেশন বিভাগে এবং উপ-পরিচালক আবুল কালাম আজাদকে এনফোর্সমেন্ট থেকে প্রশাসন ও অর্থ বিভাগে বদলি করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।