ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচক বাড়লেও ডিএসইর লেনদেন দুইশ কোটির নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪
সূচক বাড়লেও ডিএসইর লেনদেন দুইশ কোটির নিচে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক বেড়েছে। তবে এদিনও ডিএসইর লেনদেন দুইশ কোটির নিচে হয়েছে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৭৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৭ পয়েন্ট বেড়ে ৯৯৮ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৩টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, অলিম্পিক, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, ইস্টার্ন হাউজিং, গ্রামীণফোন, বেক্সিমকো ফার্মা, পেনিনসুলা, ফার কেমিক্যাল ও ইউনাইটেড এয়ারওয়েজ।

লেনদেন হয় মোট ১৮৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছে মোট ১৪৯ কোটি ৯৬ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট বেড়ে ৯৯৫ পয়েন্ট হয়।

বেলা ১১টা ৪০ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট বেড়ে ৯৯৬ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার সিএসইর সিএসসিএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৩৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৭৯ পয়েন্ট বেড়ে ১১ হাজার ২৪৫ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।

লেনদেন হয় মোট ১৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল মোট ১৩ কোটি ৫৮ লাখ টাকা।                       

বাংলাদেশ সময় : ১১০৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৪০৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।