ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইর লেনদেন দেড়শ কোটির নিচে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪
ডিএসইর লেনদেন দেড়শ কোটির নিচে

ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও কমেছে। এদিন ডিএসইতে দেড়শ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে।

যা চলতি বছরের সর্বনিম্ন লেনদেন।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪৪ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে এক হাজার ৫৯৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৯০ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- লাফার্জ সুরমা, বেক্সিমকো, ফার কেমিক্যাল, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ও স্কয়ার টেক্সটাইল।

লেনদেন হয় মোট ১৪৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছে মোট ১৭৭ কোটি ২১ লাখ ৮ হাজার টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৬০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমে ৯৯৪ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৫৯৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯২ পয়েন্টে স্থির হয়।

গত বুধবার প্রায় ৯ মাসের সর্বনিম্ন লেনদেন হয়েছিল ডিএসইতে। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১৫৭ কোটি ৪৯ লাখ ১৩ হাজার টাকা। এর আগে ২০১৩ সালের ২০ অক্টোবর ডিএসইতে সর্বনিম্ন ১১০ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার টাকা লেনদেন হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৩০ পয়েন্ট কমে ৮ হাজার ২৯৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১৭৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।

লেনদেন হয় মোট ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ১৩ কোটি ৫০ লাখ টাকা।                       

বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৪ ঘণ্টা/ আপডেটেড : ১৩৫২ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।