ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

মাইডাসের রাইট বাতিলের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
মাইডাসের রাইট বাতিলের দাবি

ঢাকা: সম্প্রতি অনুমোদন পাওয়া মাইডাস ফিন্যান্সের রাইট শেয়ার অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
 
মঙ্গলবার সংগঠনটির সভাপতি একেএম মিজান-উর-রশিদ চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ দাবি জানানো হয়।


 
চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাইট শেয়ার ঘোষণা দেওয়ার পর তৃতীয় প্রান্তিক (জুলাই-২০১৩ থেকে মার্চ -২০১৪) পর্যন্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩১ কোটি ১৫ লাখ টাকা।
 
গত ১ জুলাই কোম্পানিটিকে রাইট ছাড়ার অনুমোদন দেওয়া হয়। এ কোম্পানির প্রথম প্রান্তিকে লোকসান ৩৪ কোটি টাকা। আর বছর শেষে সেই লোকসান কাটিয়ে ৯৮ কোটি ১৫ লাখ টাকা মুনাফা করে। কোম্পানিটি মুনাফা করার পরপরই রাইট ছাড়ার জন্য বিএসইসিতে আবেদন করে। পরবর্তী সময়ে আবার তৃতীয় প্রান্তিকে ৩১ কোটি ১৫ লাখ টাকা লোকসান করে। বিএসইসিকে এ বিষয়টি খতিয়ে দেখে তা বাতিল করা উচিত। এ জন্য বিষয়টি সুবিবেচনার জন্য বিশেষ দাবি জানায় সংগঠনটি।
 
বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।