ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই কোম্পানির শেয়ার দর তদন্ত করবে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৪
দুই কোম্পানির শেয়ার দর তদন্ত করবে বিএসইসি

ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ তদন্ত করবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানি দুটি হলো- ফার কেমিক্যাল এবং শাহাজিবাজার পাওয়ার লিমিটেড।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এ দুই কোম্পানির শেয়ার দর সম্প্রতি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিএসইসি এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ তদন্তে দুটি পৃথক তদন্ত কমিটিও গঠন করেছে বিএসইসি।
 
ফার কেমিক্যাল: এ কোম্পানির শেয়ার গত ৯ কার্যদিবসে মোট ১৬ টাকা বেড়েছে। গত ১৬ জুলাই এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৪৩ টাকায়। গত ৩ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫৯ টাকায়।
 
শাহাজিবাজার পাওয়ার: এ কোম্পানির শেয়ার গত ৯ কার্যদিবসে মোট ৩০ টাকা বেড়েছে। গত ১৫ জুলাই এ কোম্পানির শেয়ার লেনদেন হয় ৩৪ টাকায়। গত ৩ আগস্ট এ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৬৪ টাকায়।
 
বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।