ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবি’র ১০ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৪
আইসিবি’র ১০ ফান্ডের লভ্যাংশ ঘোষণা

ঢাকা: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত ১০ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
 
গত বৃহস্পতিবার ফান্ডগুলোর ট্রাস্টি বোর্ডের সভায় ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়।


 
আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
আইএফআইএল ইসলামিকমিউচ্যুয়াল ফান্ড ওয়ান-২০ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল তৃতীয় এনআরবিমিউচ্যুয়াল ফান্ড-৫ শতাংশ নগদ, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্টমিউচ্যুয়াল ফান্ড-৫ শতাংশ নগদ,

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএলমিউচ্যুয়াল ফান্ড-৫ শতাংশ নগদ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ডমিউচ্যুয়াল ফান্ড ওয়ান:স্কিম ওয়ান-৫ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল দ্বিতীয়মিউচ্যুয়াল ফান্ড-৫ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবিমিউচ্যুয়াল ফান্ড-১০ শতাংশ নগদ, আইসিবি এএমসিএল ফার্স্ট এনআরবিমিউচ্যুয়াল ফান্ড-৩০ শতাংশ নগদ, আইএফআইএল ইসলামিকমিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ড-১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
 
আইসিবি’র এ ১০ ফান্ডের রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ২০ আগস্ট ।
 
বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।