ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪
ডিএসইতে লেনদেন সাড়ে ৭০০ কোটি টাকা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচক ও লেনদেন উভয়ই বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩০ পয়েন্টে অবস্থান করে।

এছাড়া ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এমজেএল বাংলাদেশ, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, অ্যাক্টিভ ফাইন, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো, হা-ওয়েল টেক্সটাইল, এসিআই ফার কেমিক্যাল ও আর্গন ডেনিমস।

লেনদেন হয় মোট ৭৬৩ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৫৮৮ কোটি এক লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩ পয়েন্টে দাঁড়ায়।

বেলা সাড়ে ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৪ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৮ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৩ পয়েন্ট হয়।

দুপুর সোয়া ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪ পয়েন্টে স্থির হয়।
        
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৩২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪৩৬ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দাম।

লেনদেন হয় মোট ৭৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪০ কোটি ৯৭ লাখ টাকা।         

বাংলাদেশ সময় : ১১৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৪/আপডেটেড : ১২১৩ ঘণ্টা/আপডেটেড : ১৩২৩ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৫ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।