ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

সূচকে ওঠানামা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
সূচকে ওঠানামা

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার মূল্যসূচকে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। এর আগে টানা ছয় দিন সূচক বাড়ে।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর দেড়টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১ পয়েন্ট কমে এক হাজার ৭০০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৫৫ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করছে- বিএসসি, লাফার্জ সুরমা, অ্যাক্টিভ ফাইন, এমজেএল বাংলাদেশ, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, গ্রামীণফোন, গোল্ডেন সন ও সামিট পূর্বাঞ্চল পাওয়ার।

এ সময় লেনদেন হয় মোট ৪৯৫ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৭৯০ কোটি ১৮ লাখ টাকা।   

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬০১ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫৬০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক সামান্য বেড়ে এক হাজার ৭০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৫ পয়েন্ট কমে এক হাজার ৫৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১টা ৩০ মিনিটে সিএসইর সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৬০১ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৪৯ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২১৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮১টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।

এ সময় লেনদেন হয় মোট ৩৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল মোট ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।           

বাংলাদেশ সময় : ১১১১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪/আপডেটেড : ১৩১২ ঘণ্টা/আপডেটেড : ১৩৩৭ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।