ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লংকা-বাংলা ফিন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪
লংকা-বাংলা ফিন্যান্সের ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত লংকা-বাংলা ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদকে বাজারে ৩শ’ কোটি টাকার নন-কনভারটেবল জিরো কুপন বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।


 
বন্ডটির বৈশিষ্ট্য হলো- অনিরাপদ, অতালিকাভুক্ত এবং নন-কনভারটেবল জিরো কুপন বন্ড। এ বন্ডের মেয়াদ হবে ইস্যু তারিখ থেকে ৬ মাস থেকে ৩ বছর।
 
প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শুধু প্রাতিষ্ঠানগুলো ফান্ড সমূহ এবং আর্থিক প্রতিষ্ঠান সমূহ এ বন্ডটি কিনতে পারবে। উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি তারল্য প্রবাহ বৃদ্ধি ও চলতি আর্থিক প্রয়োজন মেটাবে।
 
এ বন্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।
 
এ বন্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রীণ ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।