ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

এক্সিম ব্যাংকের ইজিএম ২১ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
এক্সিম ব্যাংকের ইজিএম ২১ সেপ্টেম্বর

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।



ওইদিন বেলা ১১টায় রাজধানীর পান্থপথ লিংক রোডের বিজিএমইএ ভবনে এক্সিম ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ অ্যাকাডেমিতে ইজিএম হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২৬ আগস্ট।

ব্যাংকটির পরিচালনা পর্ষদ বাজারে ২৫০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেট বন্ড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
মূলত টায়ার-২ অনুযায়ী ব্যাংকের মূলধন বাড়ানোর লক্ষ্যে এই বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ডটির মেয়াদ ৭ বছর।
 
বর্তমানে ব্যাংক যে হারে লভ্যাংশ দেয় এই বন্ড কিনলে তার থেকে আড়াই শতাংশ বেশি দেবে। অর্থাৎ এই ব্যাংকের একজন গ্রাহক যদি এই বন্ড ক্রয় করেন, তাহলে তিনি ব্যাংকের লভ্যাংশের হারের চেয়ে আরও আড়াই শতাংশ বেশি লভ্যাংশ পাবেন।
 
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর বন্ডটি বাজারে আসবে।
 
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।