ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

খুলনা প্রিন্টিংয়ের লেনদেন শুরু সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪
খুলনা প্রিন্টিংয়ের লেনদেন শুরু সোমবার

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির (কেপিপিসি) শেয়ার আগামী সোমবার থেকে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হবে।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


 
কোম্পানির শেয়ার বরাদ্দে মোট ২৮৩ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা পড়ে। যা কোম্পানির আইপিও মূল্যের চেয়ে প্রায় সাত গুণ বেশি।
 
খুলনা প্রিন্টিংয়ের আইপিওতে সাধারণ, ক্ষতিগ্রস্ত এবং মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীরা মোট ২৬১ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকার আবেদন জমা দেন। অন্যদিকে প্রবাসী বিনিয়োগকারীরা ২২ কোটি ৫০ লাখ টাকার আবেদন জমা দেন।
 
কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বাজারে কোম্পানিটি মোট ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে।
 
সংগৃহীত অর্থ দিয়ে খুলনা প্রিন্টিংয়ের চলতি মূলধন বৃদ্ধি, ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধ এবং আইপিও বাবদ খরচ করবে বলে জানিয়েছে কোম্পানিটি।
 
৩০ জুন ২০১৩ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৮২ টাকা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ দশমিক ২৬ টাকা।
 
কোম্পানির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে সোনালী ইনভেস্টমেন্টস লিমিটেড।

মিথ্যা তথ্য দিয়ে আইপিও অনুমোদন নেওয়ার অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে এক বিনিয়োগকারীর রিট আবেদনের প্রেক্ষিতে গত ৭ মে হাইকোর্ট এর আইপিওর চাঁদা জমা নেওয়ার ওপর স্থগিতাদেশ দেন।
 
এর পরদিন ৮ মে হাইকোর্টের ওই আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করে দেন চেম্বার বিচারপতি।
 
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।