ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪
ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার মূল্যসূচক ও লেনদেনের পরিমাণ কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

 

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক সামান্য কমে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- কেপিপিএল, লাফার্জ সুরমা, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, বিএসসি, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, মতিন স্পিনিং ও আমরা টেকনোলজি।

লেনদেন হয় মোট ৬১৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬৩২ কোটি ৩২ লাখ টাকা।      

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৭২২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৯ পয়েন্ট হয়।

বেলা পৌনে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ২ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২ পয়েন্টে স্থির হয়।

দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৫৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৭১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৬২ পয়েন্ট কমে ৮ হাজার ৫৩৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৩৮ পয়েন্ট কমে ১১ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭০টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দাম।

লেনদেন হয় মোট ৫৩ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪২ কোটি ৬৪ লাখ টাকা।            
 
বাংলাদেশ সময় : ১১১০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৪/আপডেটেড : ১১৫৫ ঘণ্টা/আপডেটেড : ১২৩৯ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৩ ঘণ্টা 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।