ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

নতুন স্পিনিং মিল করবে এনভয় টেক্সটাইল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪
নতুন স্পিনিং মিল করবে এনভয় টেক্সটাইল

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের এনভয় টেক্সটাইলস লিমিটেড (ইএলটি) নতুন একটি স্পিনিং মিল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। বছরে ১৭ হাজার ৫০০ টন ক্ষমতাসম্পন্ন ইএলটি স্পিনিং মিল নামে ময়মনসিংহের ভালুকায় স্থাপন করা হবে।



মিলটি স্থাপনে ব্যয় ধরা হয়েছে ৩০ মিলিয়ন ডলার যা দেশি মুদ্রায় প্রায় ২৩৪ কোটি টাকা। এর মধ্যে এইচএসবিসি ও ব্র্যাক ব্যাংক লিমিটেড অর্থায়ন করবে ২০ মিলিয়ন ডলার বাকি ১০ মিলিয়ন ডলার কোম্পানির নিজস্ব উৎস থেকে সংগ্রহ করা হবে। ব্যাংক দুটির অর্থায়নের মেয়াদকাল ৫ বছর।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন স্পিনিং মিলের প্রধান মূলধনী যন্ত্রপাতি জার্মানি, জাপান ও সুইজারল্যান্ড থেকে আমদানি করা হবে।

আগামী ২০১৬ সালের প্রথম দিকে স্পিনিং মিলটি উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেছে ইএলটি কর্তৃপক্ষ। তারা আশা করছে ইএলটি স্পিনিং মিলটি বছরে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯০ কোটি টাকার পণ্য উৎপাদন করবে। যা থেকে বছরে কোম্পানিটির মুনাফা বাড়বে ৪০ থেকে ৫০ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।