ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

ফারইস্ট নিটিংয়ের লেনদেন শুরু ২৮ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
ফারইস্ট নিটিংয়ের লেনদেন শুরু ২৮ আগস্ট

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির শেয়ার লেনদেন আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



তিনি জানান, সিএসইতে আগামী ২৮ আগস্ট থেকে ফারইস্ট নিটিংয়ের শেয়ার লেনদেন শুরু হবে।

অপরদিকে, একই দিন ডিএসইতেও লেনদেন শুরু হবে। মঙ্গলবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এ কোম্পানির আইপিওতে ১ লাখ ২৫ হাজার লটের জন্য আবেদন আহবান করা হয়। এর বিপরীতে ৭ লাখ ৩১ হাজার আবেদন জমা পড়ে। আবেদনের সংখ্যা ৫ দশমিক ৮ গুণ প্রায়।

টাকার হিসাবে কোম্পানিটি বাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করে। কিন্তু আবেদন পড়ে ৩৯৫ কোটি ১৮ লাখ টাকার। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৯৪ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৭৭৫ টাকার আবেদন জমা দিয়েছেন।

ফারইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ার বিক্রয় করে।

কোম্পানিটি দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে।

গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছর শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৫৪ টাকা একং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯.৮ টাকা।

কোম্পানিটি শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করে বিএমআরই, ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।