ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

কোরিয়া এক্সচেঞ্জের প্রতিনিধি দলের সিএসই পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪
কোরিয়া এক্সচেঞ্জের প্রতিনিধি দলের সিএসই পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

ঢাকা: কোরিয়া এক্সচেঞ্জের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেই চুন কিম স্টেভ’র নেতৃত্বে কোরিয়া এক্সচেঞ্জের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) পরিদর্শন করেছে।
 
মঙ্গলবার প্রতিনিধি দলটি সিএসইর ঢাকা অফিস পরিদর্শন করেছে বলে সিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে।


 
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনে এসে দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি, পুঁজিবাজারের নতুন প্রেডাক্ট, পুঁজিবাজারের উন্নয়ন, পুঁজিবাজারে বিনিয়োগের সম্ভাবনা, বিদেশি বিনিয়োগের সুযোগ ইত্যাদি বিষয় নিয়ে প্রতিনিধিরা সিএসইর সঙ্গে আলোচনা করেন।
 
আলোচনায় সিএসইর পক্ষে চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক, সিআরও আহমেদ দাউদ এবং কোরিয়া এক্সচেঞ্জের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট  ডেই চুন কিম স্টেভ ও ম্যানেজার  জিমিন ইউন উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৮২৫ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।