ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

বিডি সার্ভিসেস ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মধ্যে চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪
বিডি সার্ভিসেস ও ইন্টার কন্টিনেন্টাল হোটেলের মধ্যে চুক্তি

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ (বিডি) সার্ভিসেস লিমিটেড এবং ইন্টার-কন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (এশিয়া প্যাসিফিক) প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই ) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে জানানো হয়, ২০১২ সালে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত রূপসী বাংলা হোটেলের সঙ্গে বিডি সার্ভিসের চুক্তি ছিল। এদিকে রূপসী বাংলা হোটেল নতুন নামে ইন্টার-কন্টিনেন্টাল হওয়াতে ফের চুক্তি করলো কোম্পানিটি।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ইন্টার-কন্টিনেন্টাল হোটেল কাজ শুরু করবে। আর নতুন ব্র্যান্ডের কারণে আগামী ৩১ আগস্ট পর্যন্ত অতিথিদের জন্য হোটেলটি বন্ধ থাকবে। হোটেলটির নতুন নাম হবে ইন্টার কন্টিনেন্টাল ঢাকা। হোটেলের সাজসজ্জার কাজ সম্পন্ন করতে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।