ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চলতি সপ্তাহে চার কোম্পানির এজিএম-ইজিএম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৪
চলতি সপ্তাহে চার কোম্পানির এজিএম-ইজিএম

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলো হলো- জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, স্টাইল ক্রাফট ও সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।



ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড : কোম্পানির ইজিএম  ৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর শান্তিনগরের হোয়াইট হাউস হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত ২২ জুলাই।

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি : কোম্পানির ইজিএম ও এজিএম ৬ সেপ্টেম্বর যথাক্রমে বেলা ১১টা ও সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁওয়ের এমএইচ সমরিতা হসপিটাল অ্যান্ড মেডিক্যাল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ২৫ দশমিক ৫০ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

স্টাইল ক্রাফট : কোম্পানির এজিএম  ৬ সেপ্টেম্বর বিকেল৩টায় রাজধানীর মহাখালীর হোটেল অবকাশে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি : কোম্পানির এজিএম ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর পুরাতন এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।