ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

জেএমআই সিরিঞ্জের রাইটের প্রিমিয়াম কমলো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৪
জেএমআই সিরিঞ্জের রাইটের প্রিমিয়াম কমলো

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ কোম্পানির রাইট শেয়ারের প্রিমিয়াম ১৫ টাকা কমিয়েছে। এখন রাইট শেয়ারের ইস্যুমূল্য ৩৫ টাকার পরিবর্তে ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত ৬ সেপ্টেম্বর কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিটি বাজারে ২ আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি করে রাইট শেয়ার ক্রয় করতে পারবেন বিনিয়োগকারীরা।
 
কোম্পানির পরিচালন মূলধন বাড়ানো এবং ঋণের দায় কমানোর জন্য রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

এর আগে অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছিল ৩৫ টাকা।
 
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমতি পেলে রাইট শেয়ারের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হবে বলে কোম্পানিটি জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।