ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

চাঙা মেজাজে সপ্তাহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
চাঙা মেজাজে সপ্তাহ শুরু

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার চাঙা মেজাজে লেনদেন হয়েছে। এদিন মূল্যসূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।  

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৩ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া ডিএস-৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১৪ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১২ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- এসিআই লিমিটেড, মবিল যমুনা, বিডি বিল্ডিং, সিঙ্গার বিডি, বিএসআরএম স্টিল, ডেল্টা লাইফ, এসিআই ফর্মুলেশনস, লাফার্জ সুরমা, হাইডেলবার্গ সিমেন্ট ও এএমসিএল (প্রাণ)।

লেনদেন হয় মোট ৮৩৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৬৮৫ কোটি ৬৩ লাখ টাকা।

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৯ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৭ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১১ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৩ পয়েন্ট হয়।

দুপুর ১২টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৭ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৮০৫ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১০ পয়েন্ট বেড়ে এক হাজার ১১১ পয়েন্ট হয়।

দুপুর ১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭১৮ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৮১০ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ১২ পয়েন্ট বেড়ে এক হাজার ১১৩ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন সিএসইর সিএসসিএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৮১২ পয়েন্টে অবস্থান করে। এ ছাড়া সিএসই-৩০ সূচক ১৭২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৭৬৪ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দাম।

লেনদেন হয় মোট ৫২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল মোট ৪০ কোটি ৮৯ লাখ টাকা।      

বাংলাদেশ সময় : ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪/ আপডেটেড : ১২১০ ঘণ্টা/আপডেটেড : ১৩০৭ ঘণ্টা/আপডেটেড : ১৪৪৪ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।