ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪
আইসিবির আট ফান্ডের সম্পদমূল্য প্রকাশ

ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) আট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের নেট অ্যাসেট ভ্যালু বা প্রকৃত সম্পদমূল্য (এনএভি) প্রকাশ করা হয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



এতে চলতি বছরের ০৯ সেপ্টেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী ১০ টাকা অভিহিত মূল্যের আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের বিপরীতে সম্পদমূল্য জানানো হয়।

প্রথম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বাজারমূল্য অনুসারে ১৬০২.৫১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ২৪৭.৬৩ টাকা।

দ্বিতীয়টির ইউনিট প্রতি নেট এনএভি বাজারমূল্য অনুসারে ৩৩৩.৮২ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ১৩১.০৪ টাকা।

তৃতীয়টির এনএভি বাজারমূল্য অনুসারে ৩৪২.৩১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৮৮.২৪ টাকা।

চতুর্থটির এনএভি বাজারমূল্য অনুসারে ৩১৩.৫১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৯৩.২৬ টাকা।  

পঞ্চমটির এনএভি বাজারমূল্য অনুসারে ২৫৩.৩৮ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৭৫.২০ টাকা।  

ষষ্ঠটির এনএভি বাজারমূল্য অনুসারে ৬৮.৯১ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৩৫.২৩ টাকা।  

সপ্তমটির এনএভি বাজারমূল্য অনুসারে ১১৮.৯৯  টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৪৬.৮৮ টাকা।

সর্বশেষ অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি এনএভি বাজারমূল্য অনুসারে ৮১.৭৩ টাকা ও ক্রয়মূল্য অনুসারে ৪১.৫৬ টাকা।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।